সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে সিনিয়র ম্যানেজমেন্ট ও অপারেশন্স সংক্রান্ত পদে কর্মরত সৌদি নাগরিক নারী ও পুরুষদের ন্যূনতম বেতন ৯ হাজার রিয়াল ঘোষণা করা হয়েছে। নিজ নিজ সেক্টরে অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বেতন বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরবের বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলোর জন্য ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিশেষজ্ঞ পদে চাকুরিরত সকলের জন্য ন্যূনতম বেতন ধার্য করা হয়েছে ৮ হাজার ৪০০ রিয়াল, এবং সুপারভাইজর ক্যাটাগরির পদের জন্য সর্বনিন্ম বেতন ধার্য করা হয়েছে ৭ হাজার রিয়াল।
সৌদি আরবের চাকুরীর বাজারে অপারেশন্স এবং মেইনটেন্যান্স সেক্টর এর চাকুরিগুলোকে ন্যূনতম দক্ষতা ও যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ৬ টি লেভেলে ভাগ করা হয়েছে।
এর মাঝে ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগের চাকুরিতে কর্মরতদের জন্য ন্যূনতম বেতন ৮ হাজার ৪০০ রিয়াল ধার্য করা হয়েছে, এবং কর্মীর কর্মদক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে এটা বৃদ্ধি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর পাশাপাশি যেসকল সৌদি নাগরিক সিনিয়র ম্যানেজমেন্ট এবং অপারেশন্স সংক্রান্ত পদে কর্মরত রয়েছেন, তাদের জন্য ন্যূনতম বেতন ৯ হাজার রিয়াল করার নির্দেশনা দেয়া হয়েছে। অভিজ্ঞতা ও কর্মদক্ষতা এর উপর নির্ভর করে তাদের বেতন আরো বৃদ্ধি করার নির্দেশনা জারি রয়েছে।