অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ১২ জন বরযাত্রী

অ্যাম্বু;লেন্সে বিয়ের যাত্রী পরিবহন করায় এক চাল;ককে জরি’মা;না করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগ;রের চান্দগাঁও থানাধীন বহ;দ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই মোড়ে দা;য়ি’ত্বরত ট্রা;ফিক পুলি;শের সা;র্জেন্ট মোহাম্মদ; সাহেদ এ তথ্য জানি;য়েছেন। তিনি বলেন, রাতে বহদ্দারহাট মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এ সময় একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় গাড়িটিকে থা’মার সংকে’ত দিই।

এরপর গাড়িটি ত’ল্লাশি করে দেখি তাতে রোগীর পরিবর্তে বরযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে নারী-পুরুষ মিলে ১২ জন বরযাত্রী ছিলেন। এ ঘটনায় ওই গাড়ির চালককে জ;রি’মানা ক;রা হয়েছে।

তিনি আরও বলেন, গাড়িটি আ’ট;ক ক;রার পর চাল;ককে জিজ্ঞা;সাবাদ করলে তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলা;কায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

গাড়িতে থাকা ১২ জন ওই বিয়ের বরযাত্রী ছিলেন। রাতে ভ্রাম্যমাণ আ’দালত না থাকায় ১২ জনকে শা’স্তির আও’তায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বি’রু’দ্ধে আ’ইনগত ব্যবস্থা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।