রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এরমধ্যে রাজশাহীর ৩৯জন, চাঁপাইনবাবগঞ্জের ৮জন, নাটোরের চারজন, নওগাঁর ৫জন এবং কুষ্টিয়ার দুজন।

এনিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬জন এবং চুয়াডাঙ্গার একজন।

অন্যদিকে গতকাল সোমবার (১৪ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫টি ইনভ্যালিড হয়ে ৩৫৩ টি নমুনার মধ্যে ১১১জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ। নাটোর জেলার তিনটি নমুনায় একজনের পজিটিভ আসে।

শনাক্তের হার ছিলো ৩৩ দশমিক ৩৩ শতাংশ। নওগাঁ জেলার ৮৮ টি নমুনায় ৪৩ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ২৫ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনায় ২২জনের পজিটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ৩৬ শতাংশ।