সৌদি আরবের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে সাইফুল ইসলাম রিপন (২৯) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে দেশটির আল নেওয়াজ সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রিপন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

নিহতের বড়ভাই শাহজাহান শিপন বলেন, ভাগ্যের চাকা ঘোরাতে পাঁচ বছর আগে সৌদি আরবে যান সাইফুল ইসলাম রিপন। সেখানে তিনি নিজের গাড়িতে বিভিন্ন পণ্য সরবরাহ করতেন।

শনিবার রাতে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম ফিরছিলেন রিপন। পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে রিপনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।