সম্প্রতি টানা ১১ দিন গাজার আল-আকসা মসজিদে নি;রীহ ফিলিস্তি;নিদের অমান;বিক আ;ত্যা;চার চা;লিয়েছে ইসরায়েল। অত;র্কিত বো;মা হাম;লায় ফিলি;স্তিনকে ধ্বং;স;স্তূপে পরি;ণত করে;ছিল দেশটি। আর এর প্র;তি;বাদে এ;বার ইসরা;য়েলে ৬ শতাধিক আ;ন্তর্জাতিক সং;গীতশিল্পী সক;ল প্রকার কনসা;র্ট বর্জন করেছে;ন বলে জানা গেছে। এক চিঠিতে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষরও করেছেন তারা।
ইসরা;য়েলের হা;মলায় অ;ন্তত ২৩২ জ;ন ফিলি;স্তিনি নি;হ;ত হয়ে;ছেন, যার মধ্যে র;য়েছে অর্ধশতা;ধিক শিশু। অন্যদিকে ইসরায়ে;লে হামা;সের ছো;ড়া রকে;টে ১৩ জন নি;হ;ত; হয়েছেন। এই র;ক্তপা;ত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিল না ইস;রায়েল। এরই মধ্যে বি;শ্বের অন্তত ৬০০ আন্তর্জা;তিক শিল্পী একটি চি;ঠিতে স্বা;ক্ষর করেছেন। সেখানে লেখা আছে, মানবতা;বিরো;ধী কা;র্যক্র;মের জন্য ইসরা;য়েলকে তাঁরা শিল্পী হি;সেবে বর্জন করছেন। সে;খানে তাঁরা কোনো কন;সার্ট করবেন না।
স্বাক্ষরকা;রীদের মধ্যে র;য়েছেন ‘পিংক ফ্লয়ে;ড’-এর রজা;র ওয়াটার্স, ‘সিস্টেম অব ডাউন’-এর সার্জ টানকিয়ান, ‘মেশিন’-এর রেজ এগেইনস্ট, রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা। চিঠিতে শিল্পীরা বলেছেন, ‘ন্যায়, সাম্য ও মর্যাদার আলোকে ফি;লি;স্তিনি;দের অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে সবাইকে। কারণ তারা দীর্ঘদি;ন ধরে ঔপনি;বেশিক শ;ক্তির সহিং;সতার ভে;তরে বসবাস করছে।’
তারা আরও বলেছেন, ‘ইসরা;য়েলের যু;দ্ধাপ;ধের বিরু;দ্ধে আ;মরা নীর;বতা দেখতে পা;চ্ছি। কিন্তু গা;জায় তাদের হা;ম;লা;য় ২৪৫ জনের বেশি মা;নুষের নি;হ;ত হওয়া;র খব;রে এমনটা কাঙ্ক্ষি;ত নয়। ফিলিস্তিনি;দের জোর;পূর্বক ঘর;ছাড়া করা;র ব্যাপারে এ ;নীরবতা ;ক;খনও মেনে নেওয়া যাবে না।’
শিল্পী;রা চিঠিতে এ বলে শেষ করেন, ‘আ;পনাকে আমরা আ;মাদের সঙ্গে যু;ক্ত হতে আহ্বান করছি। ইসরায়েলের স;হিংসতার বি;রু;দ্ধে প্রতি;রো;ধ গড়ে তোলার আ;হ্বান করছি। ফিলি;স্তিনিরা যেন মানবা;ধিকার, সার্বভৌমত্ব ও স্বা;ধীনতা ফিরে পান সে জন্য কাজ করার আহ্বান করছি।’