রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। শনিবার (২৯মে) ভোরে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয়রা বলছেন, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ পদ্মায় ধরা পড়ল।
দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে মাছটিকে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে মাছটি কিনে নেন। প্রতি কেজি ১২৫০ টাকা দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনেছেন তিনি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন সে সময়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এই বাঘাইড় মাছটি আমি ১২৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ১৪’শ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মোট ৪৪ হাজার ১০০ টাকায় বিক্রি করে দিয়েছি। কয়েক মাস পরে এমন একটি বড় মাছ পেয়ে ও বিক্রি করে আমি খুবই আনন্দিত।
অতিসংকটাপন্ন প্রজাতির মাছটির শরীরে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। এজন্য একে বাঘাইড় বল হয়। অনেকে এটাকে আবার বাঘ মাছও বলে থাকেন।