ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসক চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারায় সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।
এরদোগান বলেন, জেরুজালেমের মতো মুসলিমদের পবিত্র নগরীর দায়িত্ব ইসরাইলের মতো স;ন্ত্রা;সী রাষ্ট্রের হাতে থাকতে পারে না।ই;হুদিবা;দীদের হাত থে;কে জেরু;জালে;মের কর্তৃত্ব আমরা ফিলি;স্তিনিদের হা;তে দিতে চাই। এ ব্যাপারে আমরা কূটনীতিক ও সামরিক উভয়ভাবেই ফিলিস্তিনকে সহায়তা করতে প্রস্তুত।
তিনি বলেন, মুসলিমদের পবি;ত্র;তম মসজি;দে হা;ম;লা;কারী এবং নির;পরা;ধ নারী-শি;শুসহ ফি;লিস্তিনের সাধা;রণ ;মানুষের ও;পর বো;মা হা;ম;লা;কারী ইহুদিবাদী স;ন্ত্রা;সী রাষ্ট্র ইসরাইল এ ;প্রাচীন নগরী;র কর্তৃ;ত্ব; করতে পারে না। অসহায় ফিলিস্তিনিদের কোনো যুদ্ধবিমান নেই, ইসরাইল কেন গাজায় যু;দ্ধবিমান দিয়ে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে?
এ সময় তিনি সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের পতাকা উ;ত্তো;ল;নের ঘট;নায় তী;ব্র নি;ন্দা জা;নিয়েছেন অ;স্ট্রিয়ার। এরদো;গান বলেন, অস্ট্রি;য়ার আ;চর;ণ দেখে মনে হচ্ছে— তারা ফিলিস্তিনে অসহায় মুসলিমদের ওপর ই;সরাইলের গ;ণ;হ;ত্যা;র অপে;ক্ষায় আছে। দখ;লদার ইস;রাই;লের কা;ছে অ;স্ত্র বি;ক্রি ক;রায় মা;র্কিন প্রেসিডেন্ট জো বা;ইডেনেরও ক;ড়া সমা;লো;চনা করেন এরদোগান।