জঙ্গি নির্মূলের ‘হিরো’ থেকে ‘আসামি’ বাবুল আক্তার

২৪তম বিসিএস পাশ করে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগ দেন আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তার।ডাকাতি, স`ন্ত্রাস ও জঙ্গী দমনে বাংলাদেশে যে ক’জন পুলিশ কর্মকর্তা আলোচিত ছিলেন তাদের মধ্যে বাবুল আক্তার অন্যতম। পু`লিশের চাকরিতে যোগ দিয়েই চ-ট্টগ্রামের হাটহাজারী সা-র্কেলের এএসপি হিসেবে দা-য়িত্ব পালন

করতে গিয়েই তিনি আলোচনায় আসেন প্রথম।২০০৭ সালে অ-ত্যন্ত ডা`কাতি প্রবণ চট্টগ্রামের রাউজার উপজেলার একটি শীর্ষ ডাকাত বাহিনীর সর্দারসহ ৯ জন ডাকাত বাবুল আক্তারের অভিযানে নি`হ`ত হয়। এরপর সমগ্র চট্টগ্রাম অঞ্চলে অপরাধী স`ন্ত্রাসীদের আ`তঙ্কের নাম ছিলেন বাবুল আক্তার।

চাকরি জীবনের মাত্র ৬ বছর না পেরুতেই পুলিশ বাহিনীর সর্বোচ্চ দু’টি সম্মান পিপিএম ও বিপিএম পদক অ-র্জন করেন তিনি। এছাড়া, তিনি এই আইজি ব্যাজ এবং ৪ বার চট্টগ্রাম রে-ঞ্জের শ্রে-ষ্ঠ সহকারী পুলিশ সুপার নি-র্বাচিত হন।২০১৩ সালে তিনি জা-তিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দেন। ২০১৪ সালে ফিরে এসে প্রথমে ক-ক্সবাজার এবং পরে চট্টগ্রাম মে-ট্রোপলিটন পু-লিশের অতি-রিক্ত উপ-কমিশনার পদে যোগ দেন। চ-ট্টগ্রাম নগর পু`লিশে যোগ দেওয়ার পর থেকেই তিনি একের পর এক `ঙ্গী বিরোধী অভিযান শুরু করেন।

২০১৫ সালে চ-ট্টগ্রাম নগরীর সদরঘাটে একটি বেসরকারি প্রতি-ষ্ঠানে বোমা মেরে ছিনতাই এবং বায়েজীদে ন্যাংটা ফকির নামের একজনের খুনের সূ-ত্র ধরে চট্টগ্রামে জেএমবি’র অ-স্তিত্ব উদ্ঘটন করেন বাবুল আক্তার। এরপর বাবুল আক্তারের নেতৃ-ত্বে চলে একের পর এক অভিযান। ২০১৫ সালের অ-ক্টোবরে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খো-য়াজ নগর থে-কে শু-রু করে ডিসেম্বর প-র্যন্ত হাটহাজারীর আমানবাজারে টানা অভিযান চালিয়ে অ-স্ত্র-গু-লি, সামারিক পোশাকসহ বেশ কয়েকজন জ-ঙ্গিকে গ্রে-প্তার করেন।

খোয়াজ নগরে অভিযান চালানোর সময় জ-ঙ্গি-রা বাবুল আ-ক্তারকে লক্ষ্য করে গ্রেনেড ছু-ড়লেও তিনি বেঁচে যান। বাবুল আক্তারের এসব অভিযানে গ্রেপ্তার একাধিক জ-ঙ্গী সদস্য ক্র-সফা-য়ারে নি-হত হন। ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে পদো-ন্নতি লাভ করেন বাবুল আক্তার।

পুলিশ বাহিনীতে বাবুল আক্তারের ক্যারিয়ার যখন তুঙ্গে ২০১৬ সালের ৫ জানুয়ারী চট্টগ্রামে নিজ বাসার কাছেই প্রকা-শ্যে খুন হন বাবুল আক্তারের স্ত্রী দুই সন্তানের মা মাহমুদা খানম মিতু। এই হ-ত্যাকা-ণ্ডের জের ধরেই একই মাসেই বাবুল আক্তার পুলিশের চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হন। অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনের মেয়ে

মিতু হ-ত্যাকা-ণ্ডে শেষ প-র্যন্ত বাবুল আক্তারের সম্পৃক্ত-তা পেয়েছে পুলিশ। হ`ত্যাকা-ণ্ডের প্রায় ৫ বছর পর মঙ্গলবার (১১ মে)পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুল আক্তারকে -নিজে-দের হেফা-জতে নিয়েছেন।