‘সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে এখন থেকে এক ঘণ্টায় জানা যাবে করোনা পরীক্ষার ফলাফল। এতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে আসবে।’ এমনটা বলছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৪ মে) দুপুরে ভার্চুয়ালে অংশ নিয়ে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ রোগ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গত ১২ বছরে সিংড়া উপজেলা হাসপাতাললে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। যে কারণে চলনবিলের সাধারণ মানুষ এখন চিকিৎসাসেবা পাচ্ছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালকে সরকার ১০০ শয্যায় উন্নীত করার জন্য পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে যাতে সিংড়া হাসপাতাল থাকে, সে জন্য স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় এসেছে। শিগগিরই এই সেবা পাবে সদর উপজেলাবাসী। এ ছাড়া সদর হাসপাতালে যাতে আরটিপিসিআর মেশিন ও ল্যাব প্রদান করা হয়, সে জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। মাত্র দুটি আরটিপিসিআর মেশিনের মধ্যে জেলা সদর হাসপাতালকে একটি প্রদান করেছে। খুব শিগগিরই সিভিল সার্জনের প্রতিনিধিরা এসে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।