ক’রো’না আ’ক্রা’ন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রো’গমু’ক্তি’ কামনায় মালয়েশিয়ার দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, বেঁচে থাকার অধিকার এবং শিক্ষা ব্যবস্থাসহ সকল দিকে আজ শুধুই হাহাকার, চিকিৎসা ব্যবস্থাও জনকল্যাণমুখী নয়। এ ধরনের পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের নানা জুলু’ম ও নি’র্যা’তনের স্বীকার। দেশ ও দেশের মানুষকে বাঁ’চাতে বেগম খালেদা জিয়ার রো’গমু’ক্ত জীবন অত্যান্ত প্রয়োজন।
ঝালকাঠী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ফয়জুল হক।
সভাপতির বক্তব্যে ফয়জুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেমন অবদান রেখেছিলেন তেমনি দেশ ও গণতন্ত্রের মু’ক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বিলিয়ে দিচ্ছেন। আজ তিনি অ’সু’স্থ অবস্থায় রয়েছেন তাই আসুন আমরা তার আশু রো’গমু’ক্তি কামনা করে বর্তমান সময়ে দেশের এই কঠিনতম মুহূর্তে দেশনেত্রীর সু’স্থ’তাসহ দীর্ঘ হায়াত কামনা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, পিএইচডি গবেষক বুরহান উদ্দিন, জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, গোলাম কবির ও ঝালকাঠী জেলার বিভিন্ন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।