মহাকাশে টাইম বো’মা সদৃশ ২০০ বিকল যন্ত্রাংশ

মহাকাশ নিয়ে বিজ্ঞানীরা যত তথ্য দিচ্ছেন মানুষের কৌতুহল তত বাড়ছে। এবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়েছে, মহাকাশে পৃথিবীর কক্ষপথে ২৬ হাজারের বেশি যন্ত্রের মধ্যে মাত্র সাড়ে ৩ হাজারের মতো সক্রিয় স্যাটেলাইট ছাড়া বাকি সবই বিকল অবস্থায় রয়েছে।

বিবিসি জানিয়েছে, বিকল যন্ত্রগুলোর মধ্যে ২০০টির মতো এমন ভারি ধাতব বস্তু রয়েছে যেগুলোকে ‘টাইম বো’মা’র সঙ্গে তুলনা করা যায়। এগুলো যেকোনও সময় সক্রিয় স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা লেগে বড় কোনও দুর্ঘটনার সৃষ্টি করতে পারে।

মহাকাশে ভেসে বেড়ানো এসব যন্ত্র পর্যবেক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে ‘অস্ট্রিয়াগ্রাফ’ নামে একটি অনলাইন ম্যাপ বানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক. মোরিবা জাহ তার সহকর্মীদের নিয়ে ম্যাপটি তৈরি করেছেন।

অধ্যাপক. মোরিবা জানিয়েছেন, ‘অস্ট্রিয়াগ্রাফ’ মহাকাশে থাকা বস্তুগুলোর প্রায় চলমান সময়ের অবস্থানই জানান দিতে সক্ষম। বিশেষত রকেট বডির সুপার-স্প্রেডার মহাকাশে রয়ে যায় এমন ২০০টির ওপর নজর রাখছে ‘অস্ট্রিয়াগ্রাফ’।

তিনি জানান, এগুলো ভেঙেচুরে গেলে হাজার হাজার টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। এতে সক্রিয় স্যাটেলাইট আঘাতপ্রাপ্ত হতে পারে। বিঘ্ন ঘটতে পারে আবহাওয়া বার্তা ও জিপিএস সেবার মতো অনেক গুরুত্বপূর্ণ তথ্যপ্রাপ্তিতে।