তাপমাত্রা ফের ৪০ ডিগ্রিতে, আরও বাড়তে পারে

দেশে ফের তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। যশোরে আজ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাছাড়া রাজশাহী, খুলনা, মোংলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও তার বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই তাপদাহ অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভও করতে পারে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা জানায়, সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগসহ ময়মনসিংহ ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।