খালেদা জিয়ার বাসায় দুই চি’কি’ৎ’স’ক

ক’রো’না’ভা’ইরা’সে আ’ক্রা’ন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘স্বা’স্থ্য পরীক্ষার জন্য ব্যক্তিগত দুই চি’কি’ৎস’ক তার বাসভবনে প্রবেশ করেছেন। শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টার পরে তারা গুলশানের ‘ফিরোজায়’ যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চি’কি’ৎ’সক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ম্যাডামের বাসায় গেছেন। ম্যাডামের নিয়মিত স্বা’স্থ্য পরীক্ষার জন্য তারা সেখানে গেছেন।

এর আগে দুপুরে ল্যাবএইড-এর টেকনোলজিস্ট সবুজ খালেদা জিয়ার দ্বিতীয়বার ক’রো’না পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। এ সময় খালেদার ব্যক্তিগত চি’কি’ৎসক ডা. আল মামুন সেখানে উপস্থিত ছিলেন।