ঝিনাইদহের কালীগঞ্জে মৌমাছির কা’ম’ড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃ’ত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। মৃ’ত গোপাল উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে দিনমজুর নিয়ে নিজের ক্ষেতে কাজ করতে যান গোপাল। তাদের কাজ দেখিয়ে দিয়ে তিনি পাশের আরেকটি ক্ষেত দেখতে যান। সেখানে বাঁধা দুটি গরু মা’রা’মা’রি করার সময় মৌমাছির চাকে আ’ঘা’ত লাগে। এতে চাক ভে’ঙে যায়।
এ সময় চাকের মৌমাছি এসে গোপালকে কাম’ড়াতে থাকে। তার চি’ৎ’কা’রে স্থানীয়রা এসে তাকে উ’দ্ধা’র করে কালীগঞ্জ উপজেলা স্বা’স্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্ত’ব্যরত চি’কি’ৎস’ক মৃ’ত ঘোষণা করেন।