প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হেফাজত ইসলামের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে ১০ দিনের রি’মা’ন্ডে নিতে আবেদন করেছে পু’লি’শ।
বুধবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আ’দা’ল’তে হাজির করে ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রি’মা’ন্ডে নিতে আবেদন করে পু’লি’শ। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে এ রি’মা’ন্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নে’তা’ক’র্মীরা। এ অব’রো’ধ কর্মসূচির নামে লা’ঠিসো’টা, ধা’রালো অ’স্ত্র ও
আ’গ্নে’য়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভা’ঙ’চু’র ও অ’গ্নি’সং’যো’গ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থা’না’য় ‘মা’ম’লা করা হয়।