হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তার ফেসবুকে বলেছেন, লকডাউনটাকে এভাবে প্রহসনে পরি;ণত করে জনগণকে খুব বাজে একটা বার্তা দেয়া হল। এটা কা;পুরুষো;চিত ও অযা;চিত। শনিবার (১৭ এপ্রিল) হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার হওয়ার পর রাতে তিনি এস্ট্যাটাস দেন।
মাওলানা মামুনুল হকের স্ট্যাটাসটি বিডি২৪লাইবের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:
‘কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আলহাবীব এবং সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দীনকে আ;টক করেছে! লকডাউনটাকে এভাবে প্রহসনে পরিণত করে জনগণকে খুব বাজে একটা বার্তা দেয়া হল। এটা কাপু;রুষোচিত ও অযাচি;ত।’
আর আগে, হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে হেফাজতের সাতজন কেন্দ্রীয় নেতাসহ সারাদেশে প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গো;পন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভি;যান চা;লিয়ে জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তার বি;রু;দ্ধে ২০১৩ সালের হেফাজতের স;;হিং;স;তার ঘ;টনায় একাধিক মামলা রয়েছে।