পারিবারিক ক;ল;হের জে;রে ৮০ বছরের বৃ;দ্ধ বাবাকে কু;;পি;য়ে মা;রা;ত্ম;ক জ;;খ;ম করেছে এক ছেলে। আজ শুক্রবার সন্ধ্যায় ইফতারের সময় এ ঘট;না ঘ;টে। আ;;হ;ত ওই বৃ;দ্ধের নাম মো. কামাল। তিনি হাটহাজারী নতুন পাড়া ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী আকমল বাড়ির বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল হোসেন ও তার ছেলে শফিউলের মধ্যে দীর্ঘদিন ধরেই পা;রিবারিক বিভিন্ন ইস্যুতে ঝ;;গ;ড়া হ;তো। শুক্রবার আবারও ঝ;গ;ড়া হয় তাদের। এসময় ইফতারে বসা বৃ;দ্ধ বাবাকে দা দি;য়ে কু;;পি;য়ে মা;রা;ত্ম;কভাবে জ;খ;ম করেন শফিউল। পরে প্রতিবে;শীরা তাকে উ;দ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
ঘট;নার সত্য;তা নি;শ্চিত করে চ;মে;ক পুলিশ ফাঁ;ড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, আ;হ;ত ওই বৃ;দ্ধকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের ২৮ নাম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে জ;;খ;ম রয়েছে। এদিকে তার অবস্থা আ;শ;ঙ্কাজ;ন;ক বলে জানিয়েছেন চিকিৎসক।