ফিলি’স্তিনের জেরুজালেমে পবিত্র ম’সজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইহুদিবাদী ইস’রাইলের পু’লিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) রমজানের প্রথম দিনেই ইস’রাইল মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কে’টে দিয়ে যায়। খবর আরব নিউজের।ইনরাইলি পু’লিশ জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।
জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মক’র্তাদের নানাভাবে ইস’রাইলি পু’লিশ হয়’রানি করছে বলেও পাওয়া গেছে।জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইস’রাইল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে।
এতে গোটা বিশ্বের ধ’র্মপ্রা’ণ মু’সলিম’দের মনে আ’ঘাত ও উসকানি দিচ্ছে।উল্লেখ্য, ১৯৬৭ সালে ফিলি’স্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইস’রাইল।