বিনামূল্যে টিকা পাচ্ছেন কুয়েত প্রবাসীরা

করোনা মহামারী দমাতে বিশ্বের অন্যান্য দেশের মতো করে কুয়েতেও টিকা দেওয়া হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও মিশরসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও বিনামূল্যে করোনাভাইরাসের টিকা পাবে বলে জানা গেছে।

দেশটির মিশরেফ ছাড়াও বিভিন্ন অঞ্চলে একাধিক টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি দেশটিতে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমও জোর গতিতে চলছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রমও চলছে। স্থানীয় ও প্রবাসীদের টিকার আওতায় আনতে স্থানীয় ক্লিনিকগুলোতেও টিকাদানের প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, সবমিলিয়ে এ পর্যন্ত কুয়েতে প্রায় ৫ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। দেশি ও প্রবাসীরাসহ প্রায় ১২ লাখ মানুষ অনলাইনে টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিতে গত ৭ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা কারফিউ প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা চলবে।