রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আ;প;ত্তিকর ‘এডাল্ট কনটেন্ট’ বা অ;;শ্লী;ল ভিডিও পেয়েছে ফরেন;সিক বিশে;ষজ্ঞরা।
মঙ্গলবার (১৩ এপিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিশ সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদানী নিয়মিত প;;র্নোগ্রা;ফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবি;রো;ধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বি;রু;দ্ধে প;;র্নোগ্রা;ফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক) ধা;রা যুক্ত করা হবে।
এর আগে গত ৭ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে মাদানীকে আ;টক করে র্যা ব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জ;ব্দ করা হয়। পরে তার বি;;রু;দ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজি;টাল নি;রাপ;ত্তা আইনে মামলা দায়ের করে র্যা ব। এরপর থেকে তিনি গাজীপুর জেলা হা;জ;তে রয়েছেন।