দুবাইয়ে টিকটক ভিডিওতে গু;;লির শব্দ ব্যবহার করায় বাংলাদেশি গ্রেফতার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি টিকটক ভিডিওতে ব;;ন্দু;কের গু;;লির ভু;;য়া শব্দ ব্যবহার করায় এক প্রবাসী গ্রেফ;তার হয়েছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ জানায়, গ্রেফতার হওয়া ওই প্রবাসী বাংলাদেশি হোটেল শ্রমিক।

রোববার (১১ এপ্রিল) তাকে প্রথমবার দুবাইয়ের আদালতে হাজির করা হয়। ৩৪ বছর বয়সী বাংলাদেশি এই শ্রমিকের বি;রু;দ্ধে পার্কিং এরিয়ায় টিকটক ভিডিও রেকর্ডিং এবং তাতে ব;;ন্দু;কের গু;;লি এবং মানুষের চিৎকার যোগ করার অভি;যোগ আনা হয়েছে।

ওই বাংলাদেশি শ্রমিক এই বছরের জানুয়ারিতে নিজের টিকটক একাউন্টে ওই ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে ব;;ন্দু;কের গু;;লির শব্দে মানুষের চিৎকারের শব্দ যোগ করে অনলাইনে পোস্ট করেন তিনি। পরে ভাইরাল হয়ে পড়া ভিডিওটি শনাক্ত করে দুবাই পুলিশ। সেই সঙ্গে ওই প্রবাসীকে চিহ্নিত করে গ্রেফতার করে দুবাই পুলিশ।

গালফ নিউজ জানায়, ওই প্রবাসীর টিকটক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

দুবাই পুলিশের জি;জ্ঞাসাবাদে ওই শ্রমিক ভিডিওটি রেকর্ডিং ও পোস্ট করার কথা স্বীকার করেছে। অভি;যুক্ত বাংলাদেশি শ্রমিকের বি;রু;দ্ধে পরবর্তী শুনানি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে গালফ নিউজ জানিয়েছে ।