ব্যাংক বন্ধ রেখে পণ্য পরিবহন কিভাবে সম্ভব?

আজ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সাত দিনের লকডাউনের কথা বলা হয়েছে।

এই প্রজ্ঞাপনের (ক) তে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বলতে ব্যাংকে বোঝায়। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকগুলো জানে না যে, তাদের কার্যক্রম খোলা থাকবে না বন্ধা থাকবে।

আবার এই প্রজ্ঞাপন পণ্য পরিবহন স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে। ব্যাংক বন্ধ রেখে পণ্য পরিবহন কিভাবে স্বাভাবিক রাখা হবে সেটিও একটি প্রশ্ন হিসেবে আবির্ভূত হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে, ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে বা কিভাবে ব্যাংকিং কার্যক্রম হবে সেটি বাংলাদেশ ব্যাংক জানাবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায় নি।