ভাবতে অবাক লাগে আমাদের দেশ এমন সিদ্ধান্ত কেম্নে নেয়। এই মহামারিকালে দেশের অর্থনীতি সচল রাখতে যেখানে বিদেশে শ্রমিক পাঠাতে আরো আগ্রহী হয়ে অন্য দেশে ফ্লাইট যাওয়ার জন্য চেস্টা চালাবে সেখানে উল্টো ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।।
করোনার কারনে দেশে আটকে যাওয়া বহু প্রবাসি এখন নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে, সেখানে এরকম ফ্লাইট বন্ধ করা অযৌক্তিক। এতে যেমন বহু পরিবার পথে বসবে, তেমনি দেশের রেমিট্যান্সেও ভাটা পরবে। বিধিনিষেধ মেনে গার্মেন্টস চালু রাখতে পারলে, প্রবাসিদের নিজ কর্মস্থলে ফিরতেও ফ্লাইট চালু রাখতে পারবেন দয়া করে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করুন।
আটকে পড়া প্রবাসিদের নিজ কর্মস্থলে ফিরতে সহায়তা করুন।। ভুলে যাবেন না এই করোনাকালে প্রবাসিরাই দেশের অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে।।