ক;রো;না আ;ক্রা;ন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বাসায় হবে না কি তাকে হাসপাতালে ভর্তি করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের কাছ থেকে। তবে এ বিষয়ে ঢাকায় তার চি;কিৎসক টিমের মতামতও নেওয়া হবে।
জানা গেছে, খালেদা জিয়ার বর্তমান অবস্থা ও সকল কাগজপত্র ইতোমধ্যে লন্ডনে পাঠানো হয়েছে। ডা. জোবাইদা সব কাগজপত্র দেখে এবং ঢাকার মেডিক্যাল টিমের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন।
সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসক টিমের কয়েকজন সদস্য তাকে একটি হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এজন্য গুলশানে তার বাসার কাছেই ইউনাইটেড হাসপাতালের ক;রো;না ইউনিটে আইসিইউ সুবিধা সম্পন্ন একটি কেবিনও বুক করে রাখা হয়েছে। শা;রিরী;ক অব;স্থার অ;ব;ন;তি হলে সাথে সাথে তাকে সেখানে স্থানান্তরিত করা হবে।
জানা গেছে, খালেদা জিয়ার গুলশানের বাসার একজন কর্মী প্রথমে ক;রো;না আ;ক্রা;ন্ত হন। তার কক্ষে অবস্থান করা বাকিদের করো;না পরীক্ষা করা হলে আরও ৭ জনের ক;রো;না পজি;টিভ পাওয়া যায়। এরপর গত শনিবার বিকেলে খালেদা জিয়ার ক;রো;নার নমুনা নেওয়া হয়। রাতেই পজি;টিভ রিপো;র্ট আসে। পরে আবারও পরীক্ষা করা হয়। দ্বিতীয়বার পরীক্ষার পর স্বাস্থ্য অধিদপ্তর জানায় তার করোনা পজি;টিভ।
কিন্তু শনিবার বিকেলে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করেনি বিএনপি। রোববার দুপুর নাগাদ দল ও ব্যক্তিগত চিকিৎসকরা গণমাধ্যমকে বার বার বলেন খালেদা জিয়ার ক;রো;নার ন;মু;না নেওয়া হয়নি।
এদিকে রোববার দুপুর থেকেই গণমাধ্যমে ব্যা;পকভাবে প্রকাশ পায় যে খালেদা জিয়ার ক;রো;না পজি;টিভ। এ অবস্থায় বিকাল সাড়ে চারটায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল পৌনে পাঁচটায় তিনি ঘোষণা করেন দলীয় চেয়ারপারসন ক;রো;না আ;ক্রা;ন্ত। এসময় তিনি বার বার দাবি করেন, খালেদা জিয়া শা;রি;রীকভা;বে সু;স্থ আছেন। তার মধ্যে ক;রো;নার কোনো উ;প;সর্গ নেই। বাসায় রেখে নিজস্ব চিকিৎসক টিম তার চি;কিৎসা করছেন।
এ অবস্থায় রোববার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন ডা. আল মামুন। যাকে খালেদা জিয়ার ভাগ্নে হিসেবেও কেউ কেউ জানেন। অবশ্য তিনি একজন চিকিৎসক এবং খালেদা জিয়ার চিকিৎসক টিমেরও সদস্য। তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, ম্যাডামের শা;রি;রী;ক অবস্থা আল্লাহর রহমতে ভালো। তার কোনো রকমের উ;প;স;র্গ নেই। জ্ব;;র, কা;;শি, গ;;লাব্যা;;থা এগুলো কিছুই নেই। বলতে পারেন তাহলে টেস্ট করালাম কেন? কারণ হলো তার বাসার একজন স্টাফের ৫/৬ দিন আগে জ্ব;;র জ্ব;;র ভাব ছিল। তখন তাকে আমরা টেস্ট করাই। টেস্টের পরে পজি;টিভ আসে। পরে ওই স্টাফ যে কক্ষে থাকতেন, সেই কক্ষের বাকিদেরও টেস্ট করাই। তাদেরও পজি;টিভ আসে। সেজন্য ম্যাডামের নি;রা;প;ত্তার জন্য চেক করাই। শনিবার চেক ক;রা;নোর পরে আজ (রোববার) পজি;টিভ আসে। ওই বাসায় এখন মোট ৯ জন ক;রো;না পজি;টিভ।
তিনি বলেন, ম্যাডামের কোনো উ;পস;র্গ নেই। আমাদের একটা মেডিকেল বোর্ড আছে, আমরা এই বোর্ড নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে চিকিৎসা করি। এখন পর্যন্ত ম্যাডাম বাসায় আছেন, স্টাবল আছেন। বলতে পারেন, আমি কেন আগে অস্বী;কার করেছি। একজন চিকিৎসক হিসেবে আমার প্রত্যেকটা রো;;গীর প্রাইভেসি র;;ক্ষা করা ঈ;মা;নী দায়িত্ব। আমাকে অনেকে ফোন করেছেন। কিন্তু বলিনি। এখন পার্টির মহাসচিব যেহেতু বলেছেন পজি;টিভ আসছে, এখন বললাম।
হসপিটালে ভর্তি করাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনতো তিনি ভাল আছেন। তারপরও আমরা সব ধরনের ব্যবস্থা করে রেখেছি। একটি বেসরকারি হসপিটালে কেবিন রাখা হয়েছে। বাসায় একটা হসপিটাল বানিয়ে রেখেছি। এখানে অক্সি;জেন থেকে শুরু করে সব ধরণের প্রিপা;রেশন আছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক মহাসচিব ও খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, ম্যাডামের বিষয়ে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিক খোঁ;;জ রাখছেন। আপাতত বাসায়ই চিকিৎসা চলছে। ম্যাডাম ভাল আছেন। হাসপাতালে নেওয়া হবে কি না সেটা পরে সিদ্ধান্ত হবে।
ডা. জাহিদ নিজেও গত ১৪দিন যাবত সস্ত্রীক ক;রো;না আ;ক্রা;ন্ত হয়ে বাসায় আ;ইসো;লেশনে আছেন। তার নিজের শা;রি;রী;ক অবস্থাও ভালো বলে তিনি জানান।