বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচী পরিবর্তন।করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ কর্তৃক আগামী ১৪ই এপ্রিল হতে ২০শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ হতে সকল যাত্রীবাহী বিমান চলাচলের উপর সাময়িক নি;ষেধা;জ্ঞা জারি করায় আগামী ১৩ এপ্রিল ২০২১ তারিখের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও আগামী ১৪ এপ্রিল ২০২১ তারিখ রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের পূর্বে নিমোক্ত সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে:-
ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬ /১৩ই এপ্রিল ২০২১ দুপুর ২ টায় ঢাকা হতে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।
কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ / ১৩ই এপ্রিল ২০২১ রাত ৯ টায় কুয়ালালামপুর হতে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।
ঢাকা- রিয়াদ বিজি ৪০৩৯A/১৩ এপ্রিল ২০২১ রাত ১১ টা ৩০ মিনিটে ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।
উক্ত ফ্লাইটের সম্মানিত যাত্রীগণকে নতুন সময়সূচী অনুযায়ী অন্তত ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
সূত্রঃ বিমান সেলস অফিস