বাংলাদেশের অন্যতম প্রধান বি’রোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কোভিড-১৯ আক্রান্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
দুপুরেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে স্থানীয় গনমাধ্যম জানাচ্ছিল খালেদা জিয়া কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এমনকি খালেদা জিয়ার করোনা পরীক্ষার একটি রিপোর্টের কপিও ছড়িয়ে পড়ে অনলাইনে।
তখন স্বাস্থ্য মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, শনিবার খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করেছে আইসিডিডিআর’বি, রবিবার সকালেই মন্ত্রনালয়ের হাতে তার করোনা শনাক্তের প্রতিবেদন পৌঁছেছে।
যদিও দলের সূত্র থেকে এ খবর প্রথমে অস্বীকার করা হয়। কিন্তু মিসেস জিয়ার পরিবারের একজন সদস্যের সঙ্গেও বিবিসির কথা হয়েছে, এবং তিনি বলছেন, খালেদা জিয়ার করোনা আক্রান্ত হবার খবর সত্য।
দুটি দু;র্নী;তির মামলায় কা;রাদ;ণ্ডে দ;ণ্ডি;ত খালেদা জিয়া ২৫ মাস জে;ল খা;টার পর গত বছরের ২৫ মার্চ জামিন পান। তিন দফায় তার জা;মিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।