আগামীকালের ম্যাচে মুস্তাফিজ থাকছেন কিনা জানা গেল নতুন সিদ্ধান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাট-বলের লড়াই শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। গতকাল (৯ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের ম্যাচের মধ্য দিয়েই উদ্বোধন হয়েছে আইপিএলের ১৪তম আসরের। আইপিএলের এবারের আসরের নিলাম থেকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে বাঁহাতি টাগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

তাকে ঘিরে আশা কিংবা প্রত্যাশার কথা বরাবরই জানিয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। কাটার মাস্টার একাদশে থাকার সম্ভাবনাটাও বৃদ্ধি পেয়েছে জোফরা আর্চারের ছিটকে যাওয়াতে। নাম বদলে ফেলা পাঞ্জাব কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের দল।

রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডারে দায়িত্ব সামাল দিবেন জস বাটলার, সানজু স্যামসন কিংবা বেন স্টোকসরা। দলে চার বিদেশির মধ্যে বেন স্টোকসের জায়গা শতাভাগ পাকা রয়েছে এতে কোন সন্দেহ নেই। আরেক টপ অর্ডার ব্যাটসম্যান জস বাটলারেরও একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

তবে বাকি দুই বিদেশি কারা হতে পারেন সেটা দেখে নেয়া যাক। রাজস্থান যদি ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে চায় তাহলে তৃতীয় বিদেশি হিসেবে দলে অন্তর্ভূক্তি হতে পারে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের। এক্ষেত্রে হয়তো কপাল পুড়তে পারে মুস্তাফিজের। তবে ভিন্ন চিত্র দেখা যেতে পারে যদি একজন বাড়তি বোলিং নিয়ে মাঠে নামে রাজস্থান।

বোলার বাড়তি থাকলে হয়তো একাদশে নিশ্চিতভাবেই থাকবেন মুস্তাফিজ। এছাড়া চতুর্থ বিদেশি হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসের থাকার সম্ভাবনাটাও প্রবল। রাজস্থানের বোলিং বিভাগে রাহুল তেওয়াতিয়া, জয়দেব উনাদকাটের সাথে দেখা যেতে পারে কার্তিক টাঘিকে। এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচে কেমন হতে পারে রাজস্থানের একাদশ

জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস, সানজু স্যামসন, মানন ভোহরা, রাহুল তেওয়াতিয়া, জয়দেব উনাদকাট, আর্তিক টাঘি, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল। রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল (সোমবার) বাংলাদেশ সময় রাত ৮টায়।