মুসলমানদের পবিত্রতম মসজিদ আলআকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরাইল। মসজিদে প্রবেশের অনুমতি নেই- জানিয়ে পুলিশ তাদের ফিরিয়ে দেয় বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
বিষয়টি নিয়ে ইসরাইলি পুলিশের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়। বলা হয়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।
ফলে বিভিন্ন জায়গা থেকে যারা নামাজ পড়তে এসেছিলেন তাদের বাসে তুলে আবার পশ্চিমতীরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে।
আরো পড়ুন: লুকিয়ে কাকে ‘ফলো’ করছেন মিমি? টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বর্তমানে ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন মিমি। নিজের দলের হয়ে ভোট চাইছেন মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থীর জন্য।
ভোটের ব্যস্ততার মাঝেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখতে ভোলেন না মিমি। বিশেষ করে ইনস্টাগ্রামে, কারণ এখানেই প্রিয় মানুষের ছবি দেখতে পান মিমি। আর তাতেই ‘লাভ’ রিয়েক্ট দিতে ভুল করেন না এ অভিনেত্রী।
অবাক হলেও সত্যি, বিনোদন দুনিয়ার একজনকেই লুকিয়ে ‘ফলো’ করেন মিমি। নিজে তারকা হয়েও পছন্দ করে ফেলেছেন আরেক তারকাকে। নিয়মিত তার আইডি ঢুঁ মারেন তিনি। কার প্রেমে পড়েছেন মিমি? উত্তর জানা গেলো অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।