মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী’কে নিয়ে মা’তব্বরদের লং’কাকা’ণ্ড!

ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী’কে নিয়ে স্থানীয় মা’তব্বরদের লং’কা’কা’ণ্ড। ৬ মাস একঘ’রে থেকে মাতব্বরদের ২০ হাজার টাকা জ’রি’মানা দিয়ে সমাজে উঠতে হলো উক্ত

প্রবাসীর স্ত্রী’কে। এ ঘটনায় গ্রাম্য মাত’ব্বরদের মাঝে ঘটেছে হা’ম’লা-পা’ল্টা হা’মলা, বা’ড়িঘর ভাং’চু’র ও লু’টপা’টের ঘটনা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে ওই গ্রামের গাছাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে

এলাকায় থমথ’মে অ’বস্থা বি’রা’জ করছে। স্থানীয়রা জানায়, ১ বছর পূর্বে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নবাই মণ্ডলের স্ত্রী দিপালী বেগম স্বা’মীকে রেখে একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাবলুকে বিয়ে করে। সেখানে আড়াই মাস সংসার করার পর বাবলু তাকে তা’লা’ক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে দিপালী বেগম বাবার বাড়িতে ছিল। ৬ মাস পূর্বে নবাই মণ্ডল তার স্ত্রীর সাথে যোগাযোগ করে বিষয়টি স”ধা’ন করে আবারো বিয়ে করে বাড়িতে আসতে বলে।

দিপালী বেগম বাড়িতে এলে ওই গ্রামের ইউপি সদস্য কলিম উদ্দিন, গ্রাম্য মা’ত’ব্বর আলম হোসেন, কাশেম মণ্ডল, মুকাদ্দেস মণ্ড’ল, ইসাহাক মণ্ড’ল তাকে এ’কঘরে রাখার নি’র্দেশ দেয়। সেই সাথে কেউ তার বাড়িতে গেলে ৫০০ টাকা জ’রি’মানা করা হবে বলে বি’ধি-নি’ষেধ জা’রি করে।

সন্তানদের নিয়ে এক’ঘরে থেকেই চলছিল দিপালীর দিন। গত বুধবার (৭ এপ্রিল) সকালে ইসাহাক মণ্ড’ল দিপালীর বাড়িতে গিয়ে বিষয়টি মী’মাং’সা করার জন্য মাত’ব্বরদের কাছে গিয়ে ক্ষ’মা চাওয়ার পরামর্শ দেয়। এসময় কাশেম মণ্ডল, আলম হোসেনের লোকজন ইসাহাককে লা”ঞ্ছিত করে।

এ নিয়ে বুধবার (৭ এপ্রিল) রাতে দিপালীর বাড়িতে আলম হোসেন, কাশেম মণ্ডল, মুকাদ্দেস মণ্ডলসহ স্থানীয় মা’তব্ব’ররা সা’লিশ বৈ’ঠক বসান। একঘরে থেকে সমাজে উঠতে দিপালী বেগমকে ২৫ হাজার টাকা জ’রি’মা’না করে মাতব্বররা। সেই সাথে ইসাহাক দিপালীর বাড়িতে এসেছেন সেই অ’পরা’ধে তাকে ‘ক্ষ’মা চাওয়ার নি’র্দেশ দেয়া হয়। দিপালী বেগম বলেন, আমার সমাজে উঠতে ২৫ হাজার টাকা জ’রি’মা’না করে মাতব্ব’ররা।

আমি অনুরোধ করে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে আলম মাতব্বরের হাতে ২০ হাজার টাকা দিয়েছি। এদিকে এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মা’ত’ব্বর কাশেম মোল্লার সাথে ইসাহাকের লোকজনের বা’ক-বি’ত’ণ্ডা হয়।

এক পর্যায়ে সং’ঘ’র্ষে কাশেমসহ চারজন আ”হত হয়। এ ঘটনার পর রাতে স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিন, কাশেম ও ইসাহাকের লোকজন ওই গ্রামের কাওছার মণ্ডল, মাসুদুল মণ্ডল, তোতালেব মণ্ডল, রেজাউল ইসলাম, তাহা মণ্ডল, ইসলাম উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়িঘরে হা’ম’লা’ চা’লি’য়ে ভাং’চুর’ ও গ’হনা’সহ নগদ টাকা লু’টপা’ট করে নিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থা’না’র ওসি মিজানুর রহমান বলেন, গতকাল একটি ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাং’চু’র ও লু’টপা’টের বিষয়টি খ’তিয়ে দেখতে সেখানে পু’লিশ পা’ঠানো হয়েছে।