এতোদিন চুপ থাকলেও অবশেষে ডিপজলের সঙ্গে ‘প্রে’ম’ নিয়ে মুখ খুললেন অ’ভিনেত্রী রেসিঅন’স্ক্রি’নে বহুবা’র ডি’প’জল-রে’সির রো’মা’ন্স দেখেছেন দর্শক।
অ’ফ’স্ক্রিনেও এই অ’ভিন’য়শি’ল্পীদের প্রে’ম ছিল বলে একসময় গু’ঞ্জন ভা’সত ঢালি’উডে’র বাতাসে। কিন্তু সত্যিই কি দুজ’নে’র ঘনি’ষ্ঠ স’ম্প’র্ক ছিল?
শুটিং’য়ের প্র’য়ো’জনে নায়িকা রেসি ডিপজলের শুটিংবা’ড়িতে কাটি’য়েছেন বছরের পর বছর। ‘এক জবান’, ‘বা’জারের কু’লি’র মতো বেশ কিছু ব্যবসা’স’ফল সি’নেমা’য় অ’ভিনয় করে’ছেন এ জুটি। মোট ১৩টি সি’নে’মায় জুটি বেঁ’ধে’ছেন তাঁ’রা।
সে সময় রেসি ছাড়া ডি’পজ’লকে বড়প’র্দায় দেখাই যায়’নি। প’র্দার বাই’রেও তাই গুঞ্জন ছ’ড়িয়ে প’ড়েছিল। শোনা যেত, তাঁরা নাকি চু’টিয়ে প্রে’ম করছেন। সে বি’ষয়ে এ’বার মুখ খুল’লেন চি’ত্রনা’য়িকা মৃ’দুলা আহ’মেদ রেসি।
সম্প্রতি একটি গনমাধ্যমের সঙ্গে কথা হয় নায়িকা রেসির। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এক’সময়ে’র সাড়া জা’গানো এ সুন্দরী। রেসির দাবি, একসঙ্গে অনেকগুলো সিনেমা করায় মনোয়ার হোসেন ডিপজ’লের
সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাঁর। সে বন্ধুত্ব আজও অটুট। এসব দেখেশুনে এফডিসির অলিগলিতে সে সময় রটেছিল নানা চট’কদার গুঞ্জন। তবে বিনো’দনপা’ড়ার গুঞ্জন নিয়ে খুব একটা মা’থা ঘামান না রেসি। নজর রাখেন বাই’রের দেশ’গুলো’তে রটা গুঞ্জ’নের খবরও। তাই এসব হেসেই উড়িয়ে দেন তিনি।
রেসি বলেন, ভালো’বাসার তো রক’মফের হয়। এই ভালোবাসা ওই অর্থে প্রে’ম নয়। বাবা-মা, ভাইবোনের যেমন ভালোবাসা থাকে, তেমনি সহ”শিল্পীর মতো ভালোবাসা ছিল ডিপজলের সঙ্গে। নায়িকার ভাষায়, ‘আমাদের যে স’ম্পর্ক, সেটা আমাদের দুই পরিবারের সবাই জানে। আমাদে’র মধ্যে পারিবারিক স’ম্পর্ক রয়েছে।’
তবে ডিপজ’লে’র সঙ্গে প্রে’মের রট’নায় একটুও বির’ক্ত বা ম’নো’ক্ষু’ণ্ণ নন ‘অন্তরে প্রে’মের আ’গুন’ অ’ভিনেত্রী রেসি। তাঁর ‘এক জবান’, ‘এগুলো আম’রা এনজয় (উপভোগ) করি।’ রেসিকে ‘ডিপজলের নায়িকা’ হিসেবে আখ্যা দেন তাঁদের ভক্ত’রা। এ প্র’সঙ্গ উঠলে তিনি বলেন, একমাত্র নায়ক রিয়াজ ছাড়া আর সব হিরোর সঙ্গেই জু’টি বেঁধে’ছেন। কি’ন্তু লোকে যে কেন তাঁকে ‘ডিপজলে’র না’য়িকা’ বলেন, তা তাঁর বো’ধগম্য নয়।