চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় ডলু খালে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আধুনগর খাস মহল এলাকায় ডলু খালে মাছটি সাবেক ইউপি সদস্য মোঃ সোহেল উদ্দিনের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি আত্মীয়স্বজনের মাঝে বিতরণ করেন।
সাবেক ইউপি সদস্য সোহেল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে শখের বসে জাল নিয়ে পার্শ্ববর্তী ডলু খালে মাছ ধরতে যাই আমি। এসময় জাল টান মারলে বুঝতে পারি ভারী কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে খালের পাড়ে তুলতেই দেখি বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে। তিনি আরো বলেন , ২০ কেজি ওজনের বোয়াল মাছটি কেটে আত্মীয়স্বজনের মাঝে বিতরণ করেছি।