আলেম-উলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে হ’য়’রা’নি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘আলেম-উলামাদের বি’রু’দ্ধে বিভিন্নভাবে ষ’ড়’য’ন্ত্র চলছে। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। অন্যথায় অ’নাকা’ঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
বুধবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘আমরা জানতে পেরেছি, মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি।’
ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান প্রমুখ।