ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার ক্ষ’মতায় টিকে থাকতে র’ক্তের নে’শায় মেতে উঠেছে। সরকারের উপর মায়ানমা’রের গণহ’ত্যারকারী সামরিক জান্তার আছর প’ড়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া ও হাটহাজারীতে মোদি বিরো’ধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের শহীদী র’ক্ত বর্তমান সরকারের জন্য কলঙ্ক হয়ে থাকবে। মোদিকে খুশি ক’রতে গিয়ে নিজ দেশের মাদরাসার ছাত্র ও হাফেজে কুরআনকে শহীদ করে সরকার অত্যন্ত ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি করেছে।
তিনি বলেন, সারাদেশে অসংখ্য মানুষ হ’ত্যা এবং শত শত মানুষের র’ক্ত ঝরিয়ে সরকার জনগণের বি’রুদ্ধে অবস্থা নিয়েছে।
সারাদেশে হরতাল পা’লনকালে নিরীহ মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতার উপর সরকার দলীয় গুন্ডা-মাস্তান।
রাষ্ট্রের ক’র্মচারি পু’লিশ-বিজিবি নির্বিচারে গু’লি করে বি-বাড়ীয়ায় হাটহাজারীতে নিরীহ ছাত্র জনতাকে শহীদ করে সরকার র’ক্ত পিপাসু হিসেবে পরিচয় দিয়েছে। রাষ্ট্রের পু’লিশ বিজিবি মাফিয়াদের র’ক্ষা ক’রতে সাধারণ মানুষকে হ’ত্যা করছে।
রোববার বাদ আসর পুরানা পল্টনস্থ আইএবি মি’লনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়‚ম, মাওলানা নেছার উদ্দিন, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা শেখ মুহাম্মদ আলআমিন, যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ।
এছাড়াও কে’ন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পূর্ব আলোচনায় তিনি ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় হ’ত্যাকান্ডের প্রতিবাদে বিশাল সমাবেশ ক’র্মসূচি ঘো’ষণা করেন।
তিনি আন্দোলন ঘোষিত ৬দ’ফা মেনে নেয়ার আ’হ্বান জা’নান। মুফতী ফয়জুল করীম গ্রেফতারকৃত নিরীহ মাদরাসার ছাত্র, হেফাজত ক’র্মী সহ সকলের মু’ক্তির দা’বি জা’নান।