ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কে’ন্দ্র করে বাংলাদেশের ‘ধ’র্মপ্রা’ণ মুসলমানদের উপর সহিংসতার ঘ’টনা’ এবং হেফাজতের চলমান আন্দোলনকে সমর্থন জা’নিয়ে পদত্যা’গ ক’রেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজে’লা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান। মঙ্গলবার (৩০ মা’র্চ) নিজে’র ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে ‘বিদা’য় ছাত্রলীগ লিখে’ তিনি ছাত্রলীগ থেকে পদত্যা’গে র ঘো’ষণা দেন।
ঘো’ষণার পরেই এ নিয়ে উপজে’লাজুড়ে তৃণমূল ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাদের মাঝে চরম ক্ষোভ ও প্রতিবাদের ঝ’ড় উঠেছে। স’মালোচনার মুখে কয়েক ঘন্টা পর সেই পোষ্টটি ফেসবুকে আর না দেখা গেলেও তার স্কিনশর্ট শেয়ার করে মঙ্গলবার দিনগত রাতে ‘সকলের দৃষ্টি আর্কষণ করছি’ জা’নিয়ে ফের আরেকটি পোস্ট দেন আতিকুর রহমান।
স’মালোচনার জবাবে তিনি বলেন, ‘প্রিয় ফেসবুকবাসী, আমা’র আইডি থেকে একটি পোষ্ট প্র’চার হবার কারণে অনেকেই আমা’র উপর ক্ষী’প্ত হয়েছেন, নানাভাবে পোষ্ট ক’রেছেন এবং প্রতিবাদ জা’নিয়েছেন। আপনারা দয়া করে বিষয়টিকে সহজভাবে দেখবেন বলেই আমা’র বিশ্বা’স। আর হ্যাঁ, আমি মুসলিম, আমা’র কাছে আমা’র ধ’র্মটাই সবার আগে প্রাধান্য পাবে।
কারণ আমি এই করো’না কালীন সময়ে বুঝেছি, এই ক্ষুদ্র জীবন আ’সলে কিছুই না। আল্লাহর সন্তুষ্টি অর্জন ক’রতে না পারলে ইহকাল পরকাল দুটোই বৃথা। সেখানে তিনি লিখেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন দেখতাম আমা’র বাবা কিভাবে রাজনীতি ক’রেছেন। আমা’র পরিবার একটি রাজনৈতিক পরিবার সেটা আপনারা সবাই জা’নেন।
আমা’র বাবা এরশাদবিরো’ধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। একসাথে অনেক মা’মলার আসামি হয়েছেন। ২০০১ সালের নির্বাচনে বাবা নিজে’র জীবনবাজী রেখে কাজ ক’রেছেন দলের জন্য। ক্রসফায়ারের সম্মু’খীন হয়েছেন।’ লেখায় বর্তমান প্রেক্ষাপটকে ভিন্ন আখ্যা দিয়ে তিনি আরও জা’নান, ‘আমা’র কাছের কিছু ত্যা’গী সহপাঠি আছেন যারা দলের প্রতিটি কাজ সুষ্ঠভাবে পা’লন করছেন।
অথচ রাজনীতিতে তাদের কোন মূল্যায়ন হচ্ছে না। এসব ত্যা’গী দলীয় মানুষদের কাছে আমি নিতান্তই নগন্য একজন ক’র্মী । উনাদের দলের প্রতি ত্যা’গ এবং ভালোবাসার কাছে আমি কিছুই না।’ আতিকুর রহমান বলেন, ‘আমি বর্তমানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে হ’তাশ হয়েছি। তাছাড়া অন্যদল বা কুচক্র মহলের কথা নাইবা বললাম। যেখানে ত্যা’গী ছাত্র নেতারা আজ লাঞ্চিত এবং হ’তাশ।
যোগ্যতা থাকা সত্ত্বেও অশিক্ষিত নেতার পিছনে রাজনীতি ক’রতে হচ্ছে। আমি আমা’র দলকে ভালবাসি। দলের কিছু মানুষকে ভালোবাসি না, যারা সঠিক সময়ে সঠিক কথা বলে না, বরং তেলবাজি এবং মিথ্যাচার করে যাচ্ছে। বামপন্থী কিছু মানুষ ধ’র্ম নিয়ে বাজে কথা বললে, আমি তার প্রতিবাদ করলেও দলের অনেকে রাগ হয়ে যায়।
আমাকে বিভিন্নভাবে কটু কথা বলে। নবীর সুন্নাহ, দাড়ি টানাটানির ছবিটা আমাকে খুব কষ্ট দিয়েছে। তাই অনেকের প্রতি অভিমান করে আমি গতকাল পোষ্ট করেছিলাম। যেটা পরে ভাবলাম দেশের এই নাজুক প’রিস্থিতিতে এটা মোটেও ঠিক হয়নি। যদিও পরবর্তীতে বিষয়টা আমা’র সাংগঠনিকভাবে এগুনো উচিত ছিল।
আর হ্যাঁ, আমি আমা’র পোষ্টটি শেয়ার করার জন্য কাউকে উৎসাহিত করি নাই। বরং পাবলিকই আমা’র এই পোষ্ট স্বেচ্ছায় ভাইরাল করে, যা আমি মোটেও ভালভাবে নেইনি। এবং যথাশীঘ্রই দেশ ও দলের কথা ভেবে আমি পোস্টটি ডিলিট করে দিই। আমি প্রিয় বঙ্গব’ন্ধুর এবং মাননীয় প্রধানমন্ত্রীর সংগঠনের সকল নেতা ক’র্মী এবং উপজে’লাবাসীর কাছে ক্ষ’মা চেয়ে নিচ্ছি।
আপনারা দয়া করে আমা’র ভুলগুলোকে ক্ষ’মা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আমি কি করেছি দলের জন্য তা বলতে চাই না। সেটা আপনারা বলবেন। তবে এটা বুকে হাত দিয়ে বলতে পারবো দল থেকে আমি সহ-সভাপতি পদটি ছাড়া আর কিছুই পাইনি। নিজে’র টাকা খরচ করে যেটুকু সম্ভব হয়েছে দলের জন্য কাজ করার চেষ্টা করেছি। আজ পর্যন্ত দলের কোন সুবিধা ভোগ করিনি।’
বাকি জীবনটা ইসলামের পথে থাকতে চান জা’নিয়ে তিনি আতিকুর রহমান লিখেন, আমি শুধুমাত্র আমা’র ধ’র্ম নিয়ে কাটাতে চাই। বঙ্গব’ন্ধুর স্বপ্নের বাংলা গড়তে কোন পোষ্ট পদবী লাগবে না। ইনশাআল্লাহ নিজে’র জায়গা থেকে দেশ ও মানুষের সেবায় যাতে কাজ করে যেতে পারি, সবাই আমা’র জন্য দোয়া করবেন। আর আমি মিথ্যে বলতে পারবো না। তাই সত্যটা তুলে ধ’রলাম। বিচার আপনাদের’।
এ বিষয়ে জানতে চাইলে উপজে’লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘২০১৫ সালে আমাদের ছাত্রলীগের কমিটি গঠন হয় এবং ২০১৮ তে পূর্ণাঙ্গ কমিটি ঘো’ষণা করা হয়। দলের জন্য ত্যা’গ-শ্রম ও ব্যাকরাউন্ড বিবেচনা করেই আমাদের মূল্যায়ন করা হয়েছে।
সে আমাদের সাথেই আন্দোলন-সংগ্রামে ছিলো এবং তারা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও তার বাবা দু’র্দিনের কান্ডারী ছিলেন। কিন্তু আতিকুর রহমান হ’ঠাৎ কিভাবে ভিন্নমতে চলে গেল সেটা আমাদের জা’না নেই। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, কিন্তু দুই-একজন পথভ্রষ্টদের দায় সংগঠন নিতে পারে না।
তাই এ বিষয়ে দলীয় সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যব’স্থা নেওয়া হবে। হাজীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী বলেন, ‘বিভিন্ন প্রো’গ্রাম-অনুষ্ঠানে আতিককে আমি দেখেছি, তবে ওর স’স্পর্কে আমা’র ভালোভাবে জা’না নেই। আতিকের বাবা আওয়ামী লীগের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে দলের জন্য অনেক অবদান রেখেছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বারংবার চেষ্টা করেও আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা যায়নি।