হেফাজতের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে যাওয়া চট্টগ্রামের হাটহাজারী ভূমি অফিসের জন্য ওই অঞ্চলের মানুষজন অনেক বছর কষ্ট পাবে বলে মন্তব্য করেছে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। বুধবার (৩১ মার্চ) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গয়ে তিনি এই মন্তব্য করেন।
আইজিপি বলেন, তদন্তে হেফাজতের নেতাদের বা নির্দেশদাতাদের নাম আসলে ব্যবস্থা নেয়া হবে। আমরা কাউকে বাদ দেইনি। যারা অনস্পট ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের দেশে কোনও কাজ হলে দশ রকম কন্ট্রোভার্সি হয়। আমরা এক্ষেত্রে চাইনি এরকম কিছু হোক। তদন্ত চলছে।
তিনি বলেন, হাটহাজারিতে আমাদের একজন শিক্ষানবিশ এএসপিকে অপহরণ করে তারা নিয়ে যায়। তাকে বেধম মারধর করা হয়। একজন ডিএসবি সদস্যকে নিয়ে যাওয়া হয়। তাদেরকে হত্যার জন্য মারধর করা হয়। ভূমি অফিসের সব কাগজপত্র একত্র করে জ্বালিয়ে দিয়েছে। এতে ওই অঞ্চলের মানুষ বছরের পর বছর কষ্ট পাবে।