মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে নন্দীগ্রামের প্র’চারণায় অমিত শাহ-মিঠুন

কোনো পূর্ব প’রিকল্পনা ছাড়াই নন্দীগ্রামের প্র’চারণা ক’রতে আ’সছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তী। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নন্দীগ্রামে ভোটের শেষ প্র’চারণা হবে।

বিজেপির তরফ থেকে জা’নানো হয়, অমিত সাহা রোড শো ক’রতে যাবেন। এছাড়াও উনি একটি স্থানীয় মন্দিরে পূজা দেবেন এবং রোড শো শেষে মিটিং করবেন।

‘বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল শুভেন্দু জিতে গেছেন, তাহলে শেষ বাজারে অমিত সাহার মিঠুনকে কেন আনতে হচ্ছে?’ প্রশ্ন করেন এক তৃণমূল নেতা। অমিত শাহ এবং মমতার সম্মুখ সমরের আগে নন্দীগ্রামকে নি’রাপত্তায় ঢেকে ফেলা হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে আকর্ষক লড়াই হতে চলেছে নন্দীগ্রামে যেখানে প্রার্থী মমতা আর বিপক্ষে দলত্যা’গী শুভেন্দু অধিকারী।

বিডি প্রতিদিন