সব পু’লিশ সরকারের পক্ষে নেই: রেজা কিবরিয়া

সরকারের পতন অবশ্যম্ভাবী বলে মন্তব্য ক’রেছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। সব পু’লিশ সরকারের পক্ষে নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টির উদ্যো’গে ‘কণ্ঠরো’ধ, হ’ত্যা ও নি’র্যাতনের বি’রুদ্ধে প্রতিবাদ ও সংহতি সভায় এ মন্তব্য করেন তিনি।

ড. রেজা কিবরিয়া বলেন, পু’লিশ নিয়ে অনেক স’মালোচনা হয়। কিন্তু আমি আমি বলবো, এই সরকার যেসব ক’র্মকাণ্ড করছে এতে সব পু’লিশের সম্মতি নেই। অনেকে এ সরকারকে দেখানোর জন্য মানুষের ওপর অত্যাচার করছে। কিন্তু সব পু’লিশ সরকারের পক্ষে নেই। আমাদের যে নতুন প্রজ’ন্ম আছে তাদেরকে ভুল ভ’য়-ভীতি দেখিয়ে কোন কিছু করা সম্ভব না। সরকার যতই চেষ্টা করুক ইতিহাস বিকৃতি ক’রতে, ইতিহাস থেকে মু’ক্তিযোদ্ধাদের নাম মুছে ফে’লে দিতে কিন্তু এগুলো কখনোই সম্ভব না। এ সরকারের পতন আসবেই।

যারা নেতৃত্ব দিয়ে সামনে আসবে তাদের মাধ্যমেই এ সরকারের পতন হবে বলেও জা’নান তিনি।

তিনি বলেন, হেফাজতে ইসলামের সব কাজে আমি এগ্রি করি না। কিন্তু এই জালিম সরকারের বি’রুদ্ধে যারাই দাঁড়াবে তাদের পেছনে সবাই যেতে রাজি আছে। যারাই রাজপথে নামছে তারা আমাদের সবার অধিকার র’ক্ষা করছে। আমাদের বাক স্বাধীনতা র’ক্ষা করার জন্য চেষ্টা করছে।

এই অর্থনীতিবিদ আরও বলেন, আম’রা সব সময় ঐক্যের কথা বলি কিন্তু আমাদের এই ঐক্য নিয়ে অনেক স’মস্যা আছে। এই সরকারকে হটিয়ে কে ক্ষ’মতায় বসবে না বসবে এটা পরের বিষয়। এটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু যারা এই আন্দোলনে যোগ দিতে চায় তাদেরকে সামনে আসতে হবে। সবকিছুতেই ঝুঁ’কি আছে কিন্তু আমা’র মনে হয় এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বা’স্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ক’ল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক প্রমুখ।