হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউরোপের অন্যতম ধনী নি’হত

যুক্তরাষ্ট্রের আলাসকার জনহীন প্রান্তরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অ’ন্তত পাঁচজন নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে ইউরোপের অন্যতম এক ধনী ব্য’ক্তিও রয়েছেন।

শনিবার তারা বরফে ঢাকা দুর্গম বি’চ্ছিন্ন অঞ্চলে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নি’হত পে’টর কেলন চেক প্রজাতন্ত্রের সবচেয়ে ধনী ছিলেন। গত বছর ফোর্বসের তালিকায় বিশ্বের ৭০তম শী’র্ষ ধনী ছিলেন ৫৬ বছর বয়সী পে’টর।

আলাসকার জননি’রাপত্তা বিভাগ জা’নিয়েছে, সপ্তাহের শেষ দিনে উ’দ্ধারকারীরা পে’টর কেলনসহ চারজনের ম’রদে’হ উ’দ্ধার করে।

বাকি চার ব্য’ক্তি হলেন— চেক প্রজাতন্ত্রের বাসিন্দা বেঞ্জা’মিন লারোচিক্স (৫০), হেলি-স্কিং গাইড গ্রেগ হার্মস (৫২), হেলিকপ্টারের দুই চারক সিয়েন ম্যাকমানামি (৩৮), জাচারি রাসেল (৩৩)।

এই পাঁচজনের বাইরেও আরেক ব্য’ক্তি আ’হত হয়েছেন, তবে তার পরিচয় জা’না সম্ভব হয়নি। বর্তমানে অংকোরেজ হাসপাতালে তিনি চিকিৎ’সা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল।

তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জা’না সম্ভব হয়নি। জাতীয় পরিবহন বোর্ড সদস্য টম চ্যাপম্যান এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বাণিজ্যিক হেলিকপ্টারটি সাড়ে পাঁচ হাজার ফুট ওপরে ওঠার পর পাহাড়ের ৮০০-৯০০ ফুট ঢালুতে গড়িয়ে প’ড়ে।

যখন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, তখন আবহাওয়ার প’রিস্থিতি কী, তাও জা’না সম্ভব হয়নি বলে জা’নান তিনি।