মুসলমানের জা’না’জা নামাজ পড়াতে কোনো মৌলভীর প্রয়োজন নাই: এমপি মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযো”দ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে উদ্দেশ করে বলেছেন, আমার জা’না’জার নামাজ তারা পড়াক আমি তা চাইনি। আর আপনাদের বলে রাখি, কোনো মুসলমানের জা’না’জা নামাজ পড়াতে কোনো মৌলভীর সাহেবের প্রয়োজন নাই।

আজ সোমবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বীর মুক্তিযো”দ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।

মোকতাদির বলেন, যে কোনো মুসলমান জা’না’জার নামাজে দাঁড়িয়ে নিয়ত যদি বাংলায়ও করেন, যদি দোয়া না পারেন, তাহলে নামাজে দাঁড়িয়ে বলেন, আমি এই মাইয়াতের ক্ষমা প্রার্থনার জন্য জা’না’জার নামাজে দাঁড়ালাম তাহলেও হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই কথা।

মোকতাদির আরও বলেন, জা’না’জার নামাজ নিয়ে আপনারা মাথা ঘা’মাবেন না। এই খানের (ব্র্রাহ্মণবাড়িয়া) মোল্লারা নাকি বলেছেন, ছাত্রলীগের জা’না’জা নাকি পড়াবেন না। এখানে ছাত্রলীগের যারা আছে তাদের ঘা’ব’ড়ানোর কিছু নাই। তোমাদের জা’না’জার নামাজ তোমার বাবা-ভাই বা প্রয়োজন হলে আমি জা’না’জা পড়াব। সুতরাং তোমরা জা’না’জা নিয়ে চিন্তা করবে না। কিন্তু আমরা হেফাজতির কাছে যাব না এই কথা নিশ্চিত থাকো। হেফাজতিরা আমাদের কাছে আসে।