আমাকে দিয়ে শুরু, বাদ যায়নি ভাই-ভাবিও: এমপি

নোয়াখালীর ৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি ও জে’লা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী কাদের মির্জাকে ই’ঙ্গিত করে বলেছেন, সে প্রথম আমাকে দিয়ে শুরু করেছে। যাইতে যাইতে সে তার ভাবি, ওয়ায়দুল কাদেরসহ বাংলাদেশের কোনো নেতাকে বাদ দেয়নি।

লাস্ট পর্যন্ত নেত্রীকে নিয়েও বলছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজে’লা আ’লীগের নেতাক’র্মী দের স’ঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একরাম চৌধুরী বলেন, যারা অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করছেন; এদিক-ওদিক যদি নৌকা চলেও যায় আমি কিন্তু বেঠিক লোককে ভোট দিতে দেব না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমা’র অব’স্থান থাকবে। একদম খা’রাপ লোক অর্থের বিনিময়ে নমিনেশন পাবে, তাকে ভোট দিবে এরকম কোনো দরকার নেই।

তিনি বলেন, কারা মানুষের স’ঙ্গে দুর্ব্যবহার করেছিল এটা মানুষ ভুলে যায়নি। দুর্ব্যবহারকারীদের মানুষ ভোট দিক, এটা এমপি হিসেবে আমি হতে দিতে পারি না।

আমাদের দরকার জনগণের চেয়ারম্যান। আমাদের দরকার যে জনগণের পাশে থেকে আ’লীগকে সুসংগঠিত ক’রতে পারবে। আ’লীগের নেতাক’র্মী কে আপন করে নিতে পারবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজে’লা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চর আমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজে’লা যুবলীগের আহবায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজে’লা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।