আসন্ন রমজান উপলক্ষে ১৩ ভাষায় অনূদিত পবিত্র কোরআনের ১৪ হাজার কপি বিতরণ করবে দুবাইয়ের একটি সামাজিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে পবিত্র কোরআনের কপিগুলো দুবাই কাস্টমস দেশটির প্রাচীনতম বেসরকারি প্রতিষ্ঠান দার আল বির সোসাইটিকে প্রদান করেছে। দুবাই কাস্টমস ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে।
বিশ্বের ১৩টি ভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে। এতে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মানি, পর্তুগিজ, রাশিয়ান, চায়নিজ, সোমালিয়া, উর্দুসহ অন্যান্য ভাষাও অন্তর্ভুক্ত থাকবে।
দার আল বির দুবাইয়ের প্রাচীনতম একটি দাতব্য প্রতিষ্ঠান। ইসলামের সহিষ্ণুতা ও নিম্ন আয়ের মানুষের মানসম্মত জীবনযাত্রা নিয়ে কাজ করে সংগঠনটি। এদিকে পবিত্র কোরআনের শিক্ষা প্রসার ও বিভিন্ন সামাজিক কার্যক্রম বৃদ্ধিতে দার আল বিরের অংশীদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে দুবাই কাস্টমস। সূত্র : গালফ নিউজ