রাজধানীতে ধসে পড়লো ৩ তলা ভবন

রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের পূর্বচরাইল খেলার মাঠের পাশের একটি তিনতলা ভবন ধসে পড়ে। তবে ভবন ধসের ঘটনায় এখন প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এরইমধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এলাকাবাসী জানিয়েছে, প্রায় ১৬ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল। যে খালটি ভরাট করে ভবনটি নির্মাণ করা হয় সেই খালটি যথাযথ নিয়ম মেনে ভরাট করা হয়নি। এ কারণেই ভবন ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ধারণা, ভবনটি সম্পূর্ণভাবে খালের ওপার নির্মাণ করা হয়েছে। খুবই দুর্বল ঢালাইয়ের ওপর তিনতলা ভবন নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘বাড়ি মালিকের দেয়া তথ্য অনুযায়ী, ভবনে ৭ জন ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাড়ি মালিকের পরিবারের সদস্য। কোনও ভাড়াটিয়া ভবনে ছিলেন না। উদ্ধার হওয়া সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।’

ভবন মালিক জানিয়েছেন, ভবনের বাসিন্দারা সবাই সুস্থভাবে বেরিয়ে এসেছেন। ভবনে কোনও ভাড়াটিয়া থাকেন না।

সূত্র : ব্রেকিংনিউজ