নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমানের কোনও সাহস নেই। সে ছিঁ’চকে গুন্ডা। সাহস থাকে তো আমা’র সাথে লড়ুক। আলী আহম্মেদ চুনকা পাঠাগার মি’লনায়তনে শনিবার (১৩ ফেব্রয়ারি) রাতে একটি অনুষ্ঠানে একথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।
জে’লা নাট্য সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, কখনও আলেম, কখনও হিন্দুদের এগিয়ে দেন। এত ছোট মন-মা’নসিকতা তার। সৎসাহস যদি থাকে আসুক আমা’র সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, শামীম ওসমানের সৎ সাহস থাকলে নারায়ণগঞ্জে আসুক। কথা বলুক আমা’র সাথে।
আইভী বলেন, ‘এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। মাথায় সিঁদুর পরেছি, হিন্দু হয়ে গিয়েছি, এই ধ’রনের কথা’বা র্তা এখন মানুষ নেয় না। সারা দুনিয়া এখন হাতের মুঠোয়। সুতরাং দখলদারিত্ব আর দখলবাজদের জায়গা বাংলার মাটিতে নাই। নারায়ণগঞ্জে তো জায়গা হবেই না।’
এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ ও চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদ-মাদ্রাসা উচ্ছেদ করে সেখানে সিটি করপোরেশন মা’র্কেট নি’র্মাণ করবে, এমন অ’ভিযোগ তুলে মেয়র আইভীর স’মালোচনা করেন হেফাজত নেতারা।
জুমা’র নামাজে’র পর এক সমাবেশে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘আপনি ডিআইটি মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়ালকে ফোন দেন, হস্তক্ষেপ ক’রতে চান। আম’রা আপনার (মেয়র) সাথে খেলতে চাই, আপনার সাথে ওপেন খেলা হবে।
সিটি-মিটি বুঝি না, জনগণের বাইরে গেলে আপনাকে উচিত জবাব দেয়া হবে।’ তবে মেয়র আইভী বলছেন, সিটি করপোরেশন এ ধ’রনের কোনো সিদ্ধা’ন্ত নেয়নি। গু’জব ছড়ানো হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে আইভী বলেন, ‘কাজ ক’রতে গিয়ে, নারায়ণগঞ্জে’র মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কাফের উপাধি পেয়েছি।
কথিত আলেম’রা কী সুন্দরভাবে বলে ফেলল, আইভী হিন্দু, না হয় কাফের।’ তিনি বলেন, ‘কী অদ্ভুত এই দেশ! কী অদ্ভুত আম’রা মানুষ! ভাড়া করা গুন্ডাদের মতো কথা বলল তারা। আমা’র কাছে আলেমদের কথা মনে হলো না।
আলেম’রা তো কথা বলবে মানুষকে বিপথগামী হওয়া থেকে উ’দ্ধার করে আনার জন্য। আর তারা এমনভাবে মঞ্চ কাঁপিয়ে গে’লেন মনে হলো শামীম ওসমানের ভাড়া করা গুন্ডারা এখানে এসেছে।’ হেফাজতের স’মালোচনা করে আইভী আরও বলেন,
‘আমি সতেরো বছর ধ’রে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌরসভায় কাজ করছি। শুক্রবার যারা সমাবেশ করলেন, তাদেরকে কোনো দিন দেখিনি একটা অন্যায়ের প্রতিবাদ ক’রতে। এই শহরে অনেক খু’ন হয়েছে। ত্বকীর মতো আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে,
কেড়ে নিয়েছে আমাদের চঞ্চল, আশিকসহ অনেককে। আমি কোনো দিন দেখি নাই এই আলেম সমাজকে একটি প্রতিবাদ ক’রতে। আজকে তারা ভাড়াটিয়া গু’ন্ডা সেজে কাফের ফতোয়া দিয়ে নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টি করছে।’
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদ উল্লাহ, বর্তমান প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর প্রমুখ।