গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাত সাড়ে ১০ টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগা সাত তলা ভবনের নিচতলায় একজন শ্রমিকের অঙার মরদেহ পাওয়া যায়। পুলিশ ধারনা করছে, মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪০)। তিনি পৌর এলাকার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের পুত্র।
নিহতের ভাই ইসমাইল জানান, তার ভাই আলমগীর ওই কারখানায় চাকরি করত। আগুন লাগার পর থেকে তার ভাইকে খোঁজে পাচ্ছেনা।কোন হাসপাতালেও তার ভাইয়ের খোঁজ মিলেনি। পুলিশ একজনের মৃত্যুর খবর দিলেও লাশ দেখতে দিচ্ছেনা।
এদিকে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে শ্রীপুরের আজিজ কেমিক্যাল কারখানার হাইড্রোজেন পার অক্সাইডের সংরক্ষিত স্টোরেজে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিক দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বিলম্ব হচ্ছে। আগুনের ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে ও বিস্ফোরণের ফলে কাঁচের আঘাতে এবং হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছে।