সৌদিতে ব’ন্ধ হলো ১০ টি ম’সজিদ

সৌদিতে করো’না ভাই’রাস ক্রোমাগত বৃ’দ্ধি পাওয়ায় ফের ব’ন্ধ করে দেয়া হলো ১০ টি ম’সজিদ। সৌদি আরবের ইস’লামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইস’লামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) সে দেশের কিছু ম’সজিদ ব’ন্ধ রাখার সিদ্ধা’ন্ত নিয়েছে।

খালিজ টাইমস প্র’তিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ক’র্মী এবং বিভিন্ন ম’সজিদের মু’সল্লী করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হিসেবে শনা’ক্ত হওয়ার পর এ সিদ্ধা’ন্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জা’নিয়েছিলেন, সৌদি আরবে করো’নাভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য ব’ন্ধ করা হতে পারে দেশটির সব ম’সজিদ।

মু’সল্লীদের আ’ক্রান্ত হওয়ার খবর জা’নার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০টি ম’সজিদ ব’ন্ধ রাখা হয়েছে। আবদুল লতিফ আল-শেখ বলেছেন, করো’নাভাই’রাস সংক্র’মণ বাড়ার কারণে ম’সজিদ ব’ন্ধ ক’রতে বিলম্ব করা হবে না।

এদিকে সে দেশে এখন পর্যন্ত করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হিসেবে শনা’ক্ত হয়েছে তিন লাখ ৭০ হাজার ছয়শ ৩৪ জন এবং মা’রা গেছে ছয় হাজার চারশ ছয়জন।