পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারত ও চীন তাদের সৈ’ন্য সরিয়ে নিতে শুরু করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে সে’না প্রত্যাহার শুরুর কথা জা’নিয়েছে চীন। তবে দিল্লি বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভারতের পক্ষ থেকে জা’নানো হয়, প্র’তির’ক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজ্যসভায় এবং বিকেল সাড়ে ৫টায় লোকসভায় পূর্ব লাদাখ নিয়ে স্বপ্রণোদিত বিবৃতি দেবেন।
গত বছরের এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে এই দুই দেশের একাধিক সংঘ’র্ষ হয়। এর ফলে উভ’য় দেশের কয়েকজনের প্রা’ণহানিও ঘ’টে। সেই প’রিস্থিতি স্বা’ভাবিক ক’রতে গত ২৪ জানুয়ারি চীন সীমান্তের মলডোতে নবম দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই দেশের সে’না ক’র্মকর্তারা। তার পরে নয়াদিল্লি বিবৃতি দিয়ে জা’নিয়েছিল, দুইপক্ষই দ্রুত সে’না প্রত্যাহার করার ব্যাপারে সম্মত হয়েছে।
চীনের প্র’তির’ক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্নেল উ চিয়াং বুধবার বিবৃতি দিয়ে জা’নান, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর তীরে চীন-ভারতের যে সে’না মোতায়েন রয়েছে, তারা আজ থেকে সুশৃঙ্খলভাবে ও সমতা বজায় রেখে পিছিয়ে যেতে শুরু করেছে। ভারত ও চীনের মধ্যে নবম পর্যায়ের যে সে’না বৈঠক হয় তার ভিত্তিতেই ওই পদক্ষে’প নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।