মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ক,রোনা টিকা নিয়েছেন স্বা’স্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ক,রোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন।
পরে একে একে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযু’ক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশা’সন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেন।
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ক’র্তৃপক্ষ জা’নায়, এই হাসপাতলে পৃথক পাঁচটি বুথে আজ ১৬২ জনকে টিকা দেওয়া হবে। তাদের মধ্যে সরকা,রের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, চিকি’ৎসক এবং সাধারণ লোকজন রয়েছেন।
আরও পড়ুন>>> দেশব্যাপী ক,রোনার টিকাদান ক’র্মসূচি শুরু
দেশব্যাপী ক,রো,না ভাই,রাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহা,খালী স্বা’স্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বা’স্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারাদেশে ১ হাজার ৫ টি কে’ন্দ্রে শুরু হয়েছে এ টিকাদান ক’র্মসূচি।
এ সময় মন্ত্রী বলেন, ‘আজকে আমাদের জন্যে একটি আনন্দের দিন, যার অপেক্ষায় আম’রা ছিলাম। এই ভ্যাকসিন খুবই নি’রাপদ। এটি সবচেয়ে নি’রাপদ ভ্যাকসিন। এর পার্শ্বপ্রতি,ক্রিয়া নাই বললেই চলে। যতগুলো লোককে আম’রা ভ্যাকসিন দিয়েছি সবাই সু’স্থ আছেন, ভালো আছেন। অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার জন্যে নিব’ন্ধিত হচ্ছে।’
‘যদি অ্যাপের মাধ্যমে নিব’ন্ধিত হতে কষ্ট হয় তাহলে আমাদের আরও নির্দে’শনা আছে মানুষ ইউনিয়ন বা উপজে’লা পর্যায়ে সেখানকার তথ্য সেন্টারে গিয়ে নিব’ন্ধিত হতে পারেন এবং ভ্যাকসিন নিতে পারেন। কেউ তাও যদি না পারেন তাহলে তারা আ’সলে ফরম পূরণ করে ভ্যাকসিন নিবেন। অর্থাৎ, ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবেন না’— আমাদের এটিই লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে ৭০ লাখ ভ্যাকসিন আছে। আম’রা ৩৫ লাখ মানুষকে দুই ডোজ করে দিতে সক্ষম হবো। আশা করি, আমাদের যেসব ভ্যাকসিন আ’সছে সামনে, সময় মতো আসবে, ভ্যকাসিন আ’সলে আম’রা বহু লোককে দিতে পারবো। সারা বছরব্যাপী ভ্যাকসিনের এই কার্যক্রম চলবে। আম’রা সকলের সহযোগিতা চাই। আম’রা চাই এই ভ্যাকসিন মাধ্যমে মানুষ কো’ভিড-১৯ ভা’ইরাস থেকে র’ক্ষা পাক নি’রাপদে থাকুক।’
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করো’না র টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বিএসএমএমইউয়ে প্রাথমিকভাবে ৫৪১ জনকে টিকা প্রদান করা হয়।