যেসব কাজের জন্য অজু ফরজ

অজু না থাকা ব্যক্তির জন্য চারটি অবস্থার যেকোনো একটির জন্য অজু ফরজ বা বাধ্যতামূলক। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, “যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে (কোরআন) স্পর্শ করবে না।”[১] (সূরা ওয়াক্কিয়াহ্‌, আয়াত:৭৯)

যখন অজু করা ফরজ :

৥ নামাজ আদায়ের জন্য, যদি নফল নামাজও হয়। (বুখারি, হাদিস : ১৩২)

৥ জানাজার জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস : ৪৩৫)

৥ সিজদায়ে তিলাওয়াতের জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস : ৪৩৫)

৥ পবিত্র কোরআন স্পর্শ করার জন্য। অনুরূপভাবে অজু ছাড়া ব্যক্তি যদি পবিত্র কোরআনের আয়াত লেখা দেয়াল, কাগজ, টাকা-যেটাই ছুঁতে চাইবে, তার জন্য অজু করা ফরজ। (সুরা : ওয়াকিয়া, আয়াত : ৭৯, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১১৩)

আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।”[১] (সূরা বাকারা,আয়াত:২২২)।