শাহজাদপুর শীতবস্ত্র বিতরণ করলো পাইলট ০২ ফ্রেন্ডস্ এসোসিয়েশন

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার (০১ জানুয়ারী) সকাল ৯টায় শাহজাদপুর পাইলট ০২ ফ্রেন্ডস্ এসোসিয়েশনের আয়োজনে সংগঠনটির ১ম বর্ষপূর্তী উপলক্ষে শীতার্ত প্রায় ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শাহজাদপুর পাইলট হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাটেই এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সদস্য আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ সোহরাব হোসেন, দীপক কুমার বসাক ও মোঃ ফজলুল হক। ত্রাণ বিতরণে অনুষ্ঠানে শাহজাদপুর পাইলট ০২ ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উপস্থিত ছিলেন, আলামিন হোসেন, ফারুক হাসান কাহার, সোহেল রানা নিউটন, এসএম আলামিন, তানভীর হাসান অপু, মিজানুর রহমান সবুজ, কামাল, জামিল সরকার, আহমেদ স্বজল, ফয়সাল, রাজিব হাসান, আব্দুল্লাহ, আমির চাঁদ, এনামুল, জুলমত, শাহাদৎ, রাজিব আহমেদ রাসেল, কাঞ্চন কুমার, সন্টু সাহা, হাসান, ফরহাদ, আরিফ, মহিউদ্দিন, নয়ন বিশ্বাস ও সুমনা শিমু প্রমূখ।