আরব আমিরাতে অ’বৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষ’মার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের জন্য স্বল্পমেয়াদী সাধারণ ক্ষ;মার সময় ২০২০ সালের শেষ অবধি বাড়িয়ে দিয়েছেন,যা ১৪ মে হতে শুরু হয়ে আজ ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

দেশটির ফে;ডারাল অথরিটি ফর আ;ইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) জানিয়েছে যে, অ;বৈধ প্রবাসীদের যাদের ভিসার মেয়াদ ১ মার্চের পূর্বে শেষ হয়ে গেছে, তারা ২০২০ সালের শেষ অবধি কোনো প্রকার জে;;ল জ;রিমানা ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যা;গ করতে পারবে।

আইসিএ এর ফরেন এফেয়ার্স ও বন্দর বিষয়ক মহাপরিচালক মে;জর জে;নারেল সাইদ রাকন আল রশিদী বলেন, ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা

সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করবে তাদের এমিরাটস আইডি এবং ওয়ার্ক পারমিটের উপর আরোপিত সকল প্রকার নি;;ষেধাজ্ঞ ও জ;;রিমানা প্র;ত্যাহার করা হবে।

অ;বৈধ প্রবাসীদের তাদের অবস্থান বৈধ করার জন্য আরও একটি সুযোগ দেওয়ায় মে;জর জে;নারেল আল রশিদী সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম উন্নত ও জনপ্রিয় দেশ হলো সংযুক্ত আরব আমিরাত। আর তাইতো চাকরি প্রত্যাশী অনেকেরই ইচ্ছা থাকে দেশটিতে প্রবেশের এবং স্বপ্ন পূরণের।

কিছু কিছু পেশাজীবী, বিশেষ ডিগ্রিধারী ছাড়াও অন্যান্য কিছু বিদেশির জন্য ‘গো;ল্ডে;ন ভিসার’ মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সং;যুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট।

এই ভিসাব্য;বস্থার মাধ্যমে দেশটিতে ১০ বছর বসবাসের সুযোগ পাওয়া যায়। তা আ;রও বাড়ানো হচ্ছে। খবর: রয়;টা;র্সের। র;য়টার্সে;র প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে সাধারণত পুনর্নবায়নযোগ্য ভিসার মাধ্যমে মাত্র কয়েক বছর কাজের সঙ্গে যু;ক্ত থাকতে পারেন।

কিন্ত গত কয়েক বছরে ধরে দেশটির সরকার ভি;সানী;তি কিছুটা নমনীয় করে কিছু কিছু বিনিয়োগকারী, শিক্ষার্থী ও পেশাজীবীকে দীর্ঘদিন বসবাসের সুযোগ করে দিচ্ছে।

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাই শা;সক মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম রবিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর তালিকায় রয়েছেন সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক এবং কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলোজি প্রকৌশলী।

কৃত্রিম বু;দ্ধিমত্তা;র ওপর বিশেষ ডিগ্রিধারী, বড় ধরনের তথ্য বি;শ্লেষ;ণে কাজ করে এমন ব্যক্তি ও ম;হামা;রি বি;শেষজ্ঞ;রাও এর আওতার মধ্যে থাকবেন।

এ ছাড়া আমিরাতে পড়াশোনা করছে এমন দেশসেরা শিক্ষার্থী এবং বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে ৩ দশমিক ৮ বা তার ওপরে সিজিপিএ অ;র্জনকা;রীরা;ও থাকবেন তালিকায়।

২০১৮ সালে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী ভিসা পরিকল্পনার ঘোষণা দেয়ার পর ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত

সরকার বিশেষ কিছু বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞানী ও কৃতী শিক্ষার্থীদেরকে ৫ থেকে ১০ বছর দেশটিতে বসবাসের সুযোগ দিয়ে পুনর্নবায়নযোগ্য ভিসা দেয়া শুরু করে।